কম্পিউটারের ইতিহাস ( History of Computer in bengali)

 কম্পিউটার হচ্ছে  যুগ যুগ ধরে বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টর সুফল ।  ১৮২২ খ্রিস্টাব্দে চার্লস ব্যাবেজ কম্পিউটার তৈরি করার জন্য যে নীতি ও প্রযুক্তি প্রয়োগ করেছিলেন পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা সেই নীতি ও প্রযুক্তিকে অনুসরণ করেছিলেন বলেই আমরা এত উন্নত কম্পিউটার পেয়েছি।


বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হল অ্যাবাকাস (abacus) যেটি পাওয়া গেছিল চীন দেশে আজ থেকে প্রায় ৫ হাজার ৮ বছর আগে । এটিক গণনার কাজে ব্যবহার করা হতো। তবে এটি নিয়ে অনেক বিজ্ঞানীদের confusion রয়েছে। 


•  ১৬১৭ খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন নেপিয়ার (John Napier) napier's boneআবিষ্কার করেন নেপিয়ারস বোন (napier's bones) এর সাহায্যে দুটি বড় সংখ্যা গুন করা হতো।


• ১৬২০ আবিষ্কার হয় স্লাইড রুল (slide rule) এটি নেপিয়ারস নীতির উপর ভিত্তি করে বানানো হয়েছিল এর সাহায্যে গুণ, ভাগ, বর্গমূল করা যেত।


• ১৬৪২ সালে আবিষ্কার হয় পাস্কাল ক্যালকুলেটর (Pascal's calculator) এটি আবিষ্কার করেন বিজ্ঞানী পাশকাল ।  এটি হলো বিশ্বের প্রথম ক্যালকুলেটর এর সাথে যোগ বিয়োগ ও গুন ভাগ করা যেত।


• ১৮০৪ খ্রিস্টাব্দে আবিষ্কার হয় jacquard loom এটি আবিষ্কার করেছিলেন Joseph jacquard এটি বিশ্বের প্রথম কম্পিউটার যেখানে  পাঞ্চকার্ড ব্যবহার করা হয়েছিল।


• ১৮২২ সালে বিজ্ঞানী চার্লস ব্যাবেজ কম্পিউটার জগতের সব থেকে বড় পরিবর্তন আনেন । চার্লস ব্যাবেজ তিনি একটি কম্পিউটার বানিয়ে ছিলেন যার নাম ডিফারেন্স ইঞ্জিন । এই কম্পিউটারে আমরা প্রথম তথ্য সঞ্চয় এর ধারণা পায়।


•  ১৮৩৪ সালে চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন কে উন্নতি করার লক্ষ্যে আরেকটি কম্পিউটার আবিষ্কার করেন যার নাম Analytical  ইঞ্জিন যার সাথে বর্তমান কম্পিউটারের input output process ধারণাটি জানা যায়।


•  ১৯৪৪ সালে এক বিসাল বড়ো মাপের কম্পিউটার আবিষ্কার হয় যার নাম mark - I এটি আবিষ্কার হাওয়ার্ড এইকিন (Howard Aiken)  তিনি কম্পিউটার জগতের এক বিশাল পরিবর্তন এনেছিলেন এবং চার্লস ব্যাবেজের অসমাপ্ত কাজগুলোর বাস্তবায়নেই কম্পিউটারে দেখা যায় এটি হলো প্রথম ইলেকট্রনিক মেকানিকাল কম্পিউটার।


•  ১৯৪৬ সালে John Muchly ও Presper Eckert তারা একটি কম্পিউটার আবিষ্কার করেন  নাম ছিল ইউনিভ্যাক (Univac)  করেছিলেনএটি হলো বিশ্বের প্রথম সম্পুর্ন ইলেকট্রনিক কম্পিউটার ।


তারপর আস্তে আস্তে কম্পিউটার  জগৎ-এর তুমুল পরিবর্তন হতে থাকে  কম্পিউটার  এর ব্যবহার সবক্ষেত্রে বাড়তে থাকে এবং সময় যত এগোচ্ছে অত্যাধুনিক কম্পিউটার ও  কিন্তু প্রতি মুহূর্তে লঞ্চ হচ্ছে।  


তো এই ছিল কম্পিউটারের ইতিহাস আশা করি আপনারা কম্পিউটারের ইতিহাস ব্যাপারটি ভালোভাবে বুঝতে পেরেছি আপনাদের কোন অসুবিধা হলে নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ।